IQNA

সৌদি আরব ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের শীর্ষে: মার্কিন সরকারি কমিশন

19:48 - May 01, 2019
সংবাদ: 2608456
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার একটি সরকারি কমিশন সৌদি আরবকে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনকারী দেশ হিসেবে উল্লেখ করেছে। এ কমিশন বলেছে, রিয়াদ সরকার সংখ্যালঘু শিয়া মুসলমান, অমুসলিম নারী ও কারাবন্দীদের ওপর সবচেয়ে বেশি বৈষম্য সৃষ্টি করে।

বার্তা সংস্থা ইকনা: গতকাল (সোমবার) মার্কিন সরকারের এ কমিশন ২০১৯ সালের রিপোর্ট প্রকাশ করেছে। এতে সৌদি আরবকে প্রথম সারির ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনকারী দেশ হিসেবে দেখানো হয়েছে।

২০০৪ সালে সৌদি আরবকে মার্কিন পররাষ্ট্র দপ্তর সর্বপ্রথম এ কাতারে ফেলে তবে ২০০৬ সাল থেকে দেশটিকে অনির্দিষ্টকালের জন্য তালিকা থেকে অব্যাহতি দেয়া হয়।

মার্কিন এ কমিশনের জরিপে বলা হয়েছে, “সৌদি আরবে শিয়া মুসলমানরা শিক্ষা, চাকরি ও বিচারের ক্ষেত্রে মারাত্মক বৈষম্যের শিকার। এছাড়া, সরকারি ও সামরিক বাহিনীর কোনো গুরুত্বপূর্ণ এবং সিনিয়র পজিশনে তারা চাকরি করতে পারেন না।  অমুসলিমদের সৌদি আরবে বসবাসের বিষয়ে সীমাবদ্ধতা রয়েছে বলেও ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে।  পার্সটুডে

captcha