IQNA

কানাডার ওয়েলিংটন শহরের প্রথম মসজিদ উদ্বোধন

22:02 - July 04, 2019
সংবাদ: 2608832
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার ওয়েলিংটন শহরের অদূরে এরিন গ্রামে প্রথমবারের মতো নতুন একটি মসজিদ উদ্বোধন হয়েছে। এই এলাকায় মুসলমানের সংখ্যা বৃদ্ধি এবং তাদের ইবাদতের স্থান সরবরাহ করার জন্য এই মসজিদটি উদ্বোধন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মুসলমানদের চাহিদা পূরণ করার জন্য এই মসজিদটি উদ্বোধন করা হয়েছে।

একটি পুরাতন গির্জার স্থানে “দারুল ক্বামার” নামক এই মসজিদটি নির্মাণ করা হয়েছে।

এই মসজিদের পরিচালক কাশেফ আলী পুরাতন গির্জা ক্রয় করে সেখানে মসজিদ নির্মাণ করেছেন। এ ব্যাপারে তিনি বলেন: আমার শ্রদ্ধেয় মায়ের নাম শামস কামার। তার স্মরণে এই মসজিদের নামকরণ “দারুল ক্বামার” রাখা হয়েছে। মসজিদটি নির্মাণ করার পর বুঝতে পারলাম যে এখানে এর পূর্বে কোন মসজিদ ছিল না।

তিনি বলেন: এই মসজিদে ইবাদত বন্দেগী ছাড়াও শিশু ও বয়স্কদের জন্য শিক্ষামূলক কোর্সও পরিচালনা করা হবে। অমুসলিমদেরকেও এখানে আমন্ত্রণ জানানোর ইচ্ছা রয়েছে। যাতেকরে তারা বুঝতে পারে মসজিদে কি ধরণের কাজ হয় এবং ইসলাম ধর্ম সম্পর্কে তাদের কোন প্রশ্ন থাকলেও তারা সেই প্রশ্নগুলো করতে পারবে।

মসজিদ বোর্ডের সদস্য আতেফ মুয়িন মসজিদ নির্মাতার উদ্দেশ্যে বলেছেন: আমি বিশ্বাস করি যে, মুসলমানদের ইবাদতের জন্য আপনি যেহেতু মসজিদ নির্মাণ করেছেন, আপনি আপনার পুরস্কার পেয়েছেন, কারণ এর মাধ্যমে আপনি মুসলিম সমাজের সেবা করেছেন। iqna

 

 

captcha