IQNA

'ভারতীয় মুসলিমরাই প্রকৃত হিন্দুস্তানি বাকিরা অনুপ্রবেশকারি'

23:44 - December 26, 2019
সংবাদ: 2609911
আন্তর্জাতিক ডেস্ক : ভারত সরকারের নাগরিত্ব সংশোধনী আইনকে সমর্থন জানিয়ে উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড আশ্বাসের সুরে বলছে ভারতীয় মুসলিমদের এই আইনের জন্য ভ'য় পাওয়ার কিছু নেই।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি জানিয়েছেন, 'এনআরসি নিয়ে হিন্দুস্তানি মুসলিমদের ভ'য় পাওয়ার কিছু নেই। দেশের এনআরসি লা'গু করার প্রয়োজন আছে। এই আইন প্রণয়নের মূল কারণ অ'নুপ্রবে'শকারিদের খুঁ'জে বের করা যারা আসলেই দেশের জন্য হু'মকির মত।'

দেশে এনআরসির প্রয়োজন আছে, এই উল্লেখ করে তিনি আরও বলেন, 'অনুপ্রবেশকারিরা তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টির ভোট ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ। কংগ্রেস বাংলাদেশের, পাকিস্তানের এবং আফগানিস্তানের অ'নুপ্রবে'শকারিদের পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে। এনআরসি এলেই আসল চেহারা সামনে আসবে'।

দেশে বি'ত'র্কি'ত নাগরিকত্ব সংশো'ধনী আইনের বিরো'ধিতায় সরব হয়েছে দেশের একাংশ। তার মাঝেই এই মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি।

রিজভির স্পষ্ট বক্তব্য, হিন্দুরা ধর্মীয় কারণে উ'ত্‍পী'ড়িত হয়ে হিন্দুরা এই দেশে এলেও মুসলিমরা তাদের ব্যক্তিগত লাভের জন্য ভারতের ক্ষ'তি করার জন্য এসেছে। শুধুমাত্র ভারতীয় মুসলিমরাই প্রকৃত হিন্দুস্তানি। বাকিরা অ'নুপ্রবে'শকারি, তাদের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত্‍।'
সূত্র : এএনআই/ mtnews24

captcha