IQNA

ইন্দোনেশিয়ায় করোনা প্রতিরোধক জায়নামাজ উৎপাদন

21:30 - April 25, 2021
সংবাদ: 2612675
তেহরান (ইকনা): ইন্দোনেশিয়ার শিক্ষার্থীরা করোনা প্রাদুর্ভাবের মধ্যে নামাজ আদায়ের জন্য করোনা ভাইরাস প্রতিরোধক জায়নামাজ তৈরি করেছে।

নামাজের জন্য পরিষ্কার এবং পবিত্র স্থানের প্রয়োজন। জায়নামাজগুলি সাধারণত কার্পেটের চেয়ে অধিক মসৃণ ও নরম হয়ে থাকে এবং এর উপর অতি সহতে সিজদাহ করা সম্ভব। তবে এধরণের জায়নামাজ করোনার ভাইরাস সংক্রমণ করতে পারে।

এমতাবস্থায় ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সুরাবায়া শহরের মোহামদিয়া মিডল স্কুলের শিক্ষার্থীরা সম্পূর্ণ নিজ উদ্যোগে এ্যান্টি-করোনার জায়নামাজ তৈরি করেছে।

এই জায়নামাজগুলি প্লাস্টিকের তৈরি এবং জীবাণুনাশক স্প্রে অথবা পরিষ্কার করে অতি সহজেই ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলি অপসারণ করা যায়।

জায়নামাজগুলি ৬০ বাই ১২০ সেন্টিমিটারের মাত্রায় উৎপাদিত হয়েছে এবং এগুলোর আকর্ষণ বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরণের মাজহাবী নকশা করা হয়েছে।

এছাড়ও এসকল জায়নামাজে "নামাজের পরে স্প্রে করুন", "জীবাণুনাশক দিয়ে মুছুন", "আসুন মাস্ক ব্যবহার করি", "সাবান দিয়ে হাত ধুয়" এবং "সামাজিক দূরত্ব বজায় রাখি" বাক্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে।
3966848

captcha