IQNA

নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানে উৎপাদন বন্ধের ষড়যন্ত্র সফল হয়নি: সর্বোচ্চ নেতা

20:56 - May 09, 2022
সংবাদ: 3471832
তেহরান (ইকনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইসলামি বিপ্লবের শুরু থেকেই শত্রুরা ইরানের উৎপাদন বন্ধের নীতি অনুসরণ করেছে। উৎপাদন বন্ধ করে দেওয়াই ছিল তাদের সব নিষেধাজ্ঞার উদ্দেশ্য। আমাদের শ্রমিকেরা প্রতিরোধের প্রথম সারিতে অবস্থান নিয়ে তা নস্যাৎ করে দিয়েছেন।
আজ (সোমবার) ইরানের একদল শ্রমিকের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। পার্সটুডে
 
দেশের শ্রমিকদেরকে ধন্যবাদ জানিয়ে সর্বোচ্চ নেতা আরও বলেন, পুঁজিবাদী ব্যবস্থার শোষণমূলক দৃষ্টিভঙ্গি এবং পতিত কমিউনিস্ট ব্যবস্থার স্লোগানের বিপরীতে শ্রমিকের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে কৃতজ্ঞতা ও মূল্যায়ন ভিত্তিক। এ কারণেই মহানবী (সা.) শ্রমিকের হাতে চুম্বন করতেন।
 
সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে শ্রমিকদের অবদানের প্রশংসা করে তিনি বলেন, সামরিক ক্ষেত্রে শ্রমিকদের উপস্থিতির একটি সুস্পষ্ট উদাহরণ হলো পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের সময় ১৪ হাজার শ্রমিক শহীদ হয়েছেন এবং আবারও যদি সামরিক ইস্যু সামনে আসে তাহলে নিশ্চিতভাবেই শ্রমিকরা সামনের সারিতে অবস্থান নেবে। 
 
শ্রমিকদের নানা সমস্যার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আশা করা যায় নতুন সরকারের নীতির ভিত্তিতে ক্রমান্বয়ে শ্রমিকদের সমস্যাগুলোর সমাধান হবে।
 
captcha